ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দুরে ১০০ বিঘা জমি বিস্তিৃত আমাদের ষড়ঋতু ভিলেজ। সম্পূর্ন প্রাকৃতিক এক মনোরম পরিবেশ বেষ্টিত আমাদের ষড়ঋতু ভিলেজ আপনাকে দেবে নিটোল গ্রামীন ছোঁয়া। পুরোপুরি গ্রামীন আবহে গড়া সম্পূর্ণ আধুনিক একটি ভিলেজ। এখানে অজস্র গাছগাছালির সমারহ আপনাকে দেবে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভুমি বাংলাদেশের অনন্যরূপ। এখানে আছে মনোরম লেক, দোতলা ফ্লটিং রেস্টুরেন্ট, লেকে ঘোরার জন্য বোট, কেনু, সাতারের জন্য বয়া, খেলার মাঠ, মেঠো পথ আর নির্মল বাতাস। এই শীতের সময়ে দলবদ্ধ ভাবে পিকনিকের জন্য আসতে পারেন আমাদের ষড়ঋতু ভিলেজে। এছাড়া বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আমেজ পেতে স্ব-পরিবারে, বন্ধু-বান্ধব সহ কিংবা একা ঘুরে যেতে পারেন আমাদের ষড়ঋতু ভিলেজ থেকে।