সপ্তক : সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত অজস্র গাছ-গাছালির ছায়ায় ঘেরা মনোরম পরিবেশে গড়া আধুনিক পিকনিক স্পট। প্রায় ২০ বিঘা বিস্তৃত এলাকায় নিয়ে গড়ে তোলা হয়েছে ”সপ্তক”, এখানে রয়েছে সম্পূর্ণ আধুনিক মানের ২টি বিশ্রাম কক্ষ, ডাইনিং কাম কনফারেন্স রুম, শিশু ও বড়দের জন্য খেলার মাঠ ও খেলার সরঞ্জাম, পর্যাপ্ত বাথরুম, গাছগাছালির ছায়ায় বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করার জন্য বিভিন্ন জায়গায় বসিবার সু-ব্যবস্থা, আছে মেঠো পথের হাতছানি, ফুলের বাগান, লেক।