ঋতু বৈচিত্রের এই বাংলাদেশ। আধুনিকতার ছোঁয়ায় পৃথিবী এগিয়ে যাচ্ছে আমাদের দেশও পিছিয়ে নেই। কিন্তু যতই এগিয়ে যাক না কেন, আজও মনে মনে খুজি ষড়ঋতুর বাংলাদেশকে। তাইতো আজও নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখ প্রতিবছর আমাদের কাছে নতুন করে ধরা দেয়। গ্রামীন আবহে ঋতু বদলের পালা আর তার বৈচিত্রময়তা আজও হারিয়ে যায়নি আমাদের মাঝ থেকে। আমরা বাঙ্গলী, বাঙ্গালীর ঐতিহ্য, সংষ্কৃতি আর মাটির টান কেউ চাইলেও কেড়ে নিতে পারে না। হয়তো বাস্তবতা আর আধুনিকতাকে ছাপিয়ে মাটির কাছাকাছি পৌছে তার স্বোদা গন্ধ নেয়া হয় না। তাই আমরা গড়ে তুলেছি ষড়ঋতু ভিলেজ, একটি ছোট্ট প্রয়াস। বছরের বিভিন্ন সময়ের বিভিন্ন ঋতুর আবহকে এক জায়গায় অনুধাবন করার চেষ্টা করেছি মাত্র। আমাদের এই ষড়ঋতু ভিলেজ বছরের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ঋতুর আমেজের কাছাকাছি পৌছে দেবে আপনাকে।